ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ১২:৪৪, ১৬ আগস্ট ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন্যার্ত ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে ও আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলিমের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এসময়  নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মাহবুব আলম সোহাগ, মেডিসিন বিভাগের ডা. শাকিল আহমেদ ও ডা. সোনিয়া সুলতানা কনা এলাকার বিভিন্ন অসহায় মানুষদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ওষুধ সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ আলিম, আব্বাস মাস্টার, আসাদুজ্জামান খান, আব্দুল আওয়াল ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

গাজীপুর কথা