ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কেউ আগায়নি, ভ্যান চালিয়ে লাশ থানায় নিলেন পুলিশ কনস্টেবল

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ মে ২০২০

কেউ আগায়নি, ভ্যান চালিয়ে লাশ থানায় নিলেন পুলিশ কনস্টেবল

একপথচারীর মৃত্যুর পর করোনা ভাইরাস সন্দেহে কেউ এগিয়ে আসেননি। পরে সেখানে দায়িত্বরত একপুলিশ সদস্য এগিয়ে আসেন। শুধু তাই নয় তিনি নিজে ভ্যানগাড়ি চালিয়ে বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে যান। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায়।

মহানগরের গাছা থানার ওই পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলাম, এমন সময় একজন বয়স্ক লোককে রাস্তায় পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে যাই। কাছে গিয়ে দেখতে পাই লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন সন্দেহে কেউ মরদেহের পাশে আসছিলেন না। পরে তার মরদেহ থানার নিয়ে যাওয়ার জন্য আমরা গাড়ি খুঁজতে থাকি।

রাত বেশী হওয়ায় কোনো গাড়ি না পেয়ে একজন ভ্যান চালককে মরদেহ থানায় নেয়ার অনুরোধ করি। ওই ভ্যানচালক তার গাড়িতে লাশ না তুলতে হাতে-পায়ে ধরেন। পরে তার অনুরোধ উপেক্ষা করে মরদেহ তার গাড়িতে তুললে সে লাশটি বহনে অস্বীকৃতি জানান। পরে আমি নিজে তার ভ্যান গাড়িটি চালিয়ে মরদেহ থানায় নিয়ে আসি।

তিনি আরো জানান, নিহত লোকটির পরিচয় পাওয়া যায়নি। লোকটির পরনে ছিল সাদা রঙের হাফ শার্ট ও লুঙ্গি এবং মাথায় ছিলো সাদা রঙের টুপি। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে হয়তো।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শনিবার (১৬ মে) সকালে শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন