ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১১:৩৮, ৩ মার্চ ২০২১

কালিয়াকৈরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে রান্না করতে গিয়ে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহত বছিরন নেছা (৬৫) কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার বৃদ্ধা বছিরন নেছা মঙ্গলবার দুপুরে তাদের রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি চুলার আগুনের ওপর পড়ে যান। এতে তার শরীরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই সময় আগুনে পুড়ে বছিরন নেছা দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নেভায়।

গাজীপুর কথা