ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৭:৫৩, ৮ জুলাই ২০২০

কালিয়াকৈরে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারি নিহত

কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও দেশীয় ছুড়ি উদ্ধার করেছে। নিহত হানিফ(৩০) উপজেলার হাবিবপুর এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।

বুধবার দিবাগত রাতে কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই এলাকার জিকজ্যাগ মাঠে চিহ্নিত মাদক কারবারি হানিফ মিয়া ও তার সহযোগীরা অবৈধ অস্র ও মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের উপ পরিদর্শক খন্দকার মুক্তি মাহমুদের নেতৃত্বে একদল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হানিফ পুলিশের ওপর গুলি চালায়। এসময় পুলিশের পাল্টা গুলিতে হানিফ গুরুতর আহত হয় এবং সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত হানিফের নামে কালিয়াকৈর থানায় মাদক,ডাকাতি ও নারী নির্যাতনের ১০/১২টি মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার কর্তব্যরত অফিসার শহিদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর কথা