ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৫:৪২, ২২ মার্চ ২০২১

কাপাসিয়ায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখা কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

চর খিরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণের আগে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। ঘাগটিয়া ইউনিয়ন শাখা কালের কণ্ঠ শুভসংঘের আহ্বায়ক মো. আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখা শুভসংঘের উপদেষ্টা আমেরিকা প্রবাসী জাকির হোসেন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শুভসংঘের সভাপতি মুসাফির ইমরান। 

আবুল কালামের সঞ্চালনায় আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিপু, দিদার, সাব্বির আহমেদ, আবু তালিব ফরাজী, মাসুদ, ফরিদ, সোহেল রানা, তামান্না, আফরিন, মিরাজ, আরশি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন ফরাজী বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের শুভ কাজের মাধ্যমে শুভ বোধ জেগে উঠুক। শুভ বোধ জেগে উঠলে সমাজে অশুভ কিছুই থাকবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে মুসাফির ইমরান বলেন, ‘শুভসংঘ মূলত মানুষকে মানুষ হয়ে উঠতে উৎসাহিত করে। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের বাইরেও জাতীয় ইস্যুতে সরব ভূমিকা পালন করে শুভসংঘ। শুভসংঘের বন্ধুরা যেখানে হাত দেয় সেখানেই ফুল ফোটে।’

গাজীপুর কথা