ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

অপবিত্রকালে নারীদের ইবাদতের বিধান

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ মার্চ ২০২৩

অপবিত্রকালে নারীদের ইবাদতের বিধান

ফাইল ফটো

ইবাদাত আরবি আবদ শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো আনুগত্য, দাসত্ব, গোলামী, বন্দেগি ইত্যাদি। সুতরাং ইবাদাত মানে হচ্ছে বন্দেগি বা গোলামী করা।

ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সব কাজ-কর্মে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।

অপবিত্রকালে নারীদের ইবাদতের বিধান

নারীদের অপবিত্র থাকার সময়ে নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তিলাওয়াত ও মসজিদে প্রবেশ নিষিদ্ধ, যেভাবে তা অপবিত্র পুরুষের জন্যও নিষিদ্ধ। কিন্তু তারা বিভিন্ন দোয়া-দরুদ, তাসবিহ-তাহলিল ও জিকির-আজকার করতে পারবে। এমনকি দোয়া হিসেবে আয়াতুল কুরসি ও কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করতে পারবে। এতে সওয়াব পাওয়া যাবে, নিরাপত্তাও লাভ হবে।