ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হারার পর সম্মান রক্ষার জন্য যে দোয়া পড়বেন

প্রকাশিত: ২০:২৭, ৩ ডিসেম্বর ২০২২

হারার পর সম্মান রক্ষার জন্য যে দোয়া পড়বেন

হারার পর সম্মান রক্ষার জন্য যে দোয়া পড়বেন

জীবনে হার–জিত যা–ই হোক; সম্মান সবসময় অটুট থাকুক। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল্লাহ (সা.) এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৪)

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ্জিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা। ’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে (রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে) ও অসম্মানী হওয়া থেকে। আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত   হওয়া থেকে। ’