ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে ‘গরম ও এসির বিষাক্ত গ্যাসে’ ২৫ পোশাকশ্রমিক অসুস্থ

প্রকাশিত: ২২:১৩, ১৮ আগস্ট ২০২২

টঙ্গীতে ‘গরম ও এসির বিষাক্ত গ্যাসে’ ২৫ পোশাকশ্রমিক অসুস্থ

অসুস্থ পোশাকশ্রমিক

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় ‘অতিরিক্ত গরম ও এসি থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের সংস্পর্শে’ গিয়ে ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে টঙ্গীর বিসিক সি ব্লকের ব্রাভো অ্যাপারেলস ম্যানুফেকচার লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, দিনভর অস্বাভাবিক গরমের কারণে ক্লান্ত ছিলেন তারা। বিকালে কারখানা চলার সময়ে হঠাৎ এসি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছোটাছুটি করে কারখানার সিঁড়ি দিয়ে নামার সময় আরো কয়েকজন আহত হয়। তাদের প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।