ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

প্রকাশিত: ০৬:৪৫, ২০ এপ্রিল ২০২২

কালীগঞ্জে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির ঈদ উপহার পেলো স্থানীয় শতাধীক দুঃস্থ পরিবার।বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, গুঁড়ো দুধ ও সেমাই। প্রতিটি পরিবারকে একটি করে প্যাকেট দেওয়া হয়।
এর আগে সংগঠনের সভাপতি কাজী গোলাম রাব্বানী রোমানের সভাপতিত্বে ও মুহাম্মদ রাশিদুল হাসান রুবেলের পরিচালনায় এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন টোয়েল্ট্রা ওয়েলফেয়ার সোসাইটির রাশেদুজ্জামান খান রাসেল, শহিদুল ইসলাম নান্নু, দুলাল মোড়ল ও খোকন মিয়া। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চলমান সংকট মোকাবিলায় শতাধিক পরিবারের জন্য এ উপহার দেওয়া হয়েছে। এভাবেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

গাজীপুর কথা