ঢাকা,  শুক্রবার  ১৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬:০৪, ৩০ এপ্রিল ২০২৪

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

সংগৃহিত ছবি

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভোট গ্রহণকারী কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) নির্বাচন কমিশন  সাথে  মত বিনিময় সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ এইচ এম কামারুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নুর মৌসুমী,কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুবকর মিয়া, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহাবুবুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৫১ জন, পোলিং অফিসার ১৫০২ জন, ভোটকেন্দ্র ১১৯ টি,ভোট কক্ষ ৭৫১ টি । কাপাসিয়া উপজেলা মোট ভোটার সংখ্যা ৩১৫২০১ এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭৩৬২ জন ও নারী ভোটার ১৫৭৮৩৯ জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে ভোট অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ৮ মের নির্বাচন হবে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

গাজীপুর পুলিশ সুপার কাজী মো.শফিকুল আলম বলেন প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে আমাদের অবহিত করতে হবে।