ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানাকে জরিমানা

প্রকাশিত: ১৫:৫০, ২৪ জুলাই ২০২১

টঙ্গীতে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানাকে জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও কারখানা খোলা রাখায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানাকে জরিমানা করেছেন গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্টেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তামান্না রহমান জ্যোতি বলেন, টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে এওয়ান পলিমার লিমিটেড নামের কারখানাটি পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে কারখানায় অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে কারখানাটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানার বন্ধ করে শ্রমিকদের বাড়ি চলে যেতে বলা হয়।

এসময় এ ওয়ান পলিমার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করেন।

গাজীপুর কথা