ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে নোংরা পরিবেশে নকল শিশুখাদ্য তৈরি করায় কারখানা সিলগালা

প্রকাশিত: ১৪:০৬, ৬ মে ২০২১

টঙ্গীতে নোংরা পরিবেশে নকল শিশুখাদ্য তৈরি করায় কারখানা সিলগালা

গাজীপুরের টঙ্গীতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও নামীদামি ব্রান্ডের অনুকরণে বোতল ডিজাইন করায় একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকার আয়াত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য উৎপাদনে নিম্নমান ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে বিভিন্ন ধরণের জুস, লিচু, আইস ললিসহ নামীদামি ব্যান্ডের বিভিন্ন পণ্যের হুবহু অনুকরণে বোতল ডিজাইন ও প্রায় একই নামে বাজারজাত করে ক্রেতা ঠকানো হচ্ছিল।
পরে জনস্বার্থ ও শিশুস্বাস্থ্য বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২৭ ধারা অনুসারে কারখানাটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

গাজীপুর কথা