ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে পোনা মাছ অবমুক্ত করলেন মেহের আফরোজ চুমকি এমপি

প্রকাশিত: ১৬:১৬, ২৭ আগস্ট ২০২০

কালীগঞ্জে পোনা মাছ অবমুক্ত করলেন মেহের আফরোজ চুমকি এমপি

জনসাধারনের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে অভ্যন্তরীন জলাভূমিতে পোনা মাছ অবমুক্ত করলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। মৎস্য অধিদপ্তরে রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে অভ্যন্তরীন জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বক্তারপুর ইউনিয়নের নলী ব্রিজ সংলগ্ন বেলাই বিলে বিভিন্ন প্রজাতির ১৪৬ কেজি পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

এই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, জনসাধারণের জন্য মুক্ত জলাশয়ে পোনা মাছ ছাড়া হয়েছে। মাছ বড় হলে আপনারা ধরে খাবেন। বিশ্ব দরবারে মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে মাছ এখন রপ্তানিও করা হচ্ছে। সাগর থেকেও মাছ ধরে আমাদের চাহিদা মিটানো হচ্ছে। সচেতনতার অভাবে আমরা অনেক সময় পোনা মাছ ধরে খেয়ে ফেলি। একটু সচেতন হলে, ছোট মাছ নয় আমরা বড় মাছ খেতে পারবো।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শেদ কুলি খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান পলাশসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গাজীপুর কথা