ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৫:১৩, ১৬ মে ২০২০

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাঁও (পূর্বপাড়া) গ্রামের পাঁচটি পরিবার অগ্নিকাণ্ডের বাড়িঘর পুড়ে ছাই হয়েগেছে। গত শুক্রবার  রাতে তরগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন জানায়,শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে ওই গ্রামের পল্টন চন্দ্র শীলের  বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লিটন চন্দ্র শীল, নির্জন চন্দ্র শীল, নির্মল চন্দ্র শীল,নিত্য চন্দ্র শীলের  বসতঘর আসবাবপত্রসহ অন্যান্য   মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।   

রাত ৩ টায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস আগুন  নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পল্টন চন্দ্র শীল বলেন, পাঁচটি পরিবারের আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা সাংবাদিকদের জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবং ওই পরিবার গুলোকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান জানান, করোনার মধ্যেও অগ্নিকাণ্ড দুঃখজনক ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান ও ত্রাণ সহায়তা দেয়া হবে। 

গাজীপুর কথা