ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রকাশিত: ০৯:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যে পাকিস্তানিরা বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেই পাকিস্তানেও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সন্দেহাতীতভাবে প্রমাণিত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটাই আমাদের জাতিসত্তার পরিচয়। এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

গাজীপুর কথা