ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০

কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটসের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটসের ৯৪৯তম ও ৯৫০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কোর্সে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের স্কাউটিং সম্পর্কে অবহিত করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত কোর্স দুটি উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, গাজীপুর জেলা কাব লিডার হোসেন শরীফ আহম্মদ, জেলা স্কাউটসের সাবেক সম্পাদক শফিকুর রহমান বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের  কমিশনার শহীদুল্লাহ আজাদ, উপজেলা স্কাউটসের  সহ সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা  স্কাউটসের সম্পাদক আওলাদ হোসেন চৌধুরী নয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল। 
কোর্সে দুটিতে কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

গাজীপুর কথা