ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে কলেজে পড়ানোর সময় দুদিনে ৮ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ১২:২৩, ২৭ এপ্রিল ২০২৪

কালিয়াকৈরে কলেজে পড়ানোর সময় দুদিনে ৮ শিক্ষার্থী অসুস্থ

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পড়তে গিয়ে প্রচণ্ড গরমে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের কালিয়াকৈর রোমাইছা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পরিবার সূত্র জানা যায়, সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের দিনে ও রাতে কোচিংয়ের নামে ক্লাস করানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে কোচিং করার সময় গরমে ছয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের রোমাইছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে একইভাবে পড়ানোর সময় তানজিলা ও আফরিন নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তানজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আফরিন এখনো চিকিৎসাধীন রয়েছে।

পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আফরিন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের স্যাররা আমাদের ক্লাস করতে বাধ্য করেছেন। আমরা যারা ছুটি চেয়েছি তাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন-অসুস্থ হলেও ছুটি দেওয়া যাবে না।

কলেজটির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার রাতে পেটব্যথায় এক ছাত্রী অসুস্থ হয়েছিল। তাকে চিকিৎসা দিয়ে ভালো করা হয়েছে। শুক্রবার স্কুল বন্ধ থাকায় কোনো ক্লাস হয়নি।

উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান জানান, আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।