ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ‘টিভি বিস্ফোরণে’ অগ্নিকাণ্ড, ৪০ বসতঘর ভস্মীভূত

বাসিন্দাদের বরাতে ফায়ার সার্ভিস বলছে, একটি কক্ষে থাকা টেলিভিশন বিস্ফোরণের পর পরই আগুনের সূত্রপাত হয়।

প্রকাশিত: ০১:৩৬, ২১ অক্টোবর ২০২৩

গাজীপুরে ‘টিভি বিস্ফোরণে’ অগ্নিকাণ্ড, ৪০ বসতঘর ভস্মীভূত

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি টিন সেড কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৪০টির মত বসতঘর ও মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান।

তিনি বলেনখবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আবদুল্লাহ আল আরেফিন আরও বলেন, “শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চান্দনা এলাকায় আইনজীবী মারুফ ইসলাম রুবেলের টিন সেড কলোনিতে আগুন লাগার খবর পাই। বাড়ির বাসিন্দারা বলেছেনএকটি কক্ষে থাকা টেলিভিশন বিস্ফোরণের পর পরই আগুনের সূত্রপাত হয়।

“আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ৭টা ৪০ মিনিটে পুরো আগুন নেভানো হয়।”

আগুনে ৪০টির মতো ছোট ছোট বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, “তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”