ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিসেফ ফাউন্ডেশন প্রতিনিধি দলের বারি পরিদর্শন

প্রকাশিত: ২১:২৯, ২০ অক্টোবর ২০২৩

বিসেফ ফাউন্ডেশন প্রতিনিধি দলের বারি পরিদর্শন

সংগৃহীত ছবি

বিসেফ ফাউন্ডেশনের প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। বিসেফ ফাউন্ডেশনের প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম. জয়নুল আবেদিন, কেজিএফ’র পরিচালক ড. মো. আক্কাছ আলী ও বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পোস্ট হারভেষ্ট টেকনোলজি বিভাগ) জনাব মো. হাফিজুল হক খান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ) ড. হাবিব মোহাম্মদ নাসের, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ) ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. একেএম কামরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুল বিভাগ) ড. ফারজানা নাসরীন খান প্রমুখ। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।