ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২০:২১, ২ ফেব্রুয়ারি ২০২৩

কাপাসিয়ায় বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাপাসিয়া ইউনিয়নের বরুণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল্লাহ হোসেন সুহিন (১৫)। সে ওই গ্রামের প্রবাসী আব্দুস ছালামের ছেলে। বরুন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে বাড়ির পাশের বিলের মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সুহিন বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।