ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে গ্যাস লাইনে ফাটল

প্রকাশিত: ১৫:৫৫, ১ মে ২০২২

টঙ্গীতে গ্যাস লাইনে ফাটল

শনিবার টঙ্গী চেরাগআলী মার্কেট সংলগ্ন পৌরসভা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটির রাস্তা নির্মাণ কাজের সময় ভেকুর খোঁচায় গ্যাসের পাইপ লাইন ফেটে গেলে পুরো এলাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। ফলে এখানকার বাড়িঘরে রান্নাবান্না বন্ধ হয়ে যায়। ইফতারি বিভিন্ন স্থান থেকে এনে করা হলেও সেহেরি অনিশ্চিত হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক বাসাবাড়িতে রাতের খাবার পর্যন্ত বন্ধ ছিল। গ্যাসচালিত কলকারখানাগুলোতেও ব্যাহত হয় উৎপাদন। টঙ্গী গ্যাস অফিস সূত্র জনকণ্ঠকে জানায়, সাবেক টঙ্গী পৌরসভার সামনের রাস্তায় বিআরটির কাজ চলাকালে বিকেলের দিকে ভেকু দিয়ে মাটি খোঁড়ার সময় মাটির নিচের ১২ ইঞ্চি ব্যাসার্ধের গ্যাসের পাইপ ফেটে গেলে এ বিপর্যয় ঘটে। ফলে টঙ্গী বাজার, ভরান, মাছিমপুর, মরকুন, পাগাড়, শিলমুন, নোয়াগাঁও, সৈলারগাতি, দত্তপাড়া, আউচপাড়া, চেরাগআলী, গাজীপুরা, সাতাইশ, তিলারগাতি, মুদাফাসহ টঙ্গী গাজীপুর মহানগরের অধিকাংশ এলাকায় শনিবার রাতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। টঙ্গীর হোটেলগুলোতে রাতে খাবার না পেয়ে মানুষেরা পার্শ্ববর্তী এলাকা উত্তরায় ছুটে যান।

 

গাজীপুর কথা