ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

`আপাতত রাজনীতি করবো না`: সোহেল তাজ

প্রকাশিত: ১১:৫১, ২ এপ্রিল ২০২২

`আপাতত রাজনীতি করবো না`: সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আপাতত আমি রাজনীতি করবো না। শনিবার (০২ এপ্রিল) সকালে কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুল ভিত্তিক বইপড়া কর্মসূচীর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন,রাজনীতির বাইরে থেকেও দেশ ও মানুষের জন্য কাজ করা যায়। শুভেচ্ছা বক্তব্যে তাজউদ্দীন পুত্র বলেন, বই মানুষের মনকে ঐশ্বর্যবান করে তোলে। তোমরা যত বেশি বই পড়বে-তত ঐশ্বর্যবান হবে। তোমাদের হৃদয় সুন্দর হোক,ভাষা সুন্দর হোক, জীবন সুন্দর হোক। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বইপড়া কমৃসূচী পরিচালিত হচ্ছে এবং তা চলমান থাকবে বলেও তিনি জানান। ফাউন্ডেশনের সভাপতি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি'র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাদক্ষ রাজিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, ফাউন্ডেশনের সদস্য মোশতাক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম,কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এএফএম নাসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম ভুইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদ পাপেল।  উল্লেখ্য ২০১৭ সাল থেকে তাজউদ্দীন আহমদ এন্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নের ৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইপড়া কর্মসূচী পরিচালিত হচ্ছে। ২০২২ সালে বইপড়া কর্মসূচীতে ২০ হাজার জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বছর শেষে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩১ জন ছাত্র-ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে।

গাজীপুর কথা