ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় পরিবারিক কলহে নারীর ওপর হামলা ও নির্যাতন

প্রকাশিত: ১৩:৫৫, ২৪ মার্চ ২০২২

কাপাসিয়ায় পরিবারিক কলহে নারীর ওপর হামলা ও নির্যাতন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক নারীর ওপর হামলা, শ্লীলতাহানি ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (সি আর মামলা নং ৪০২/২১।
গত ২০ মার্চ তরগাঁও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মোশাররফ হোসেন এর মার্কেটে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে হয়েছে।
আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, তরগাঁও মধ্য পাড়া গ্রামের আবদুল লতিফ এর স্ত্রী আনোয়ারা বেগম ২০২১ সালের জুন মাসে বসতভিটার পাশে ভোগ দখলীয় জমিতে আগাছা পরিষ্কার করার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী শামসুজ্জামান ও আব্দুল সালামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এতে বাদী আনোয়ার তার ছেলে সাব্বির ও দেবরের মেয়ে স্বর্ণা মারাত্মক ভাবে পিটিয়ে নগদ টাকা স্বাণালংকার লুট করে, এক নারীর শ্লীলতাহানি ঘটনায়।
এলাকাবাসীর সহায়তা আহতদের উদ্ধার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
আনোয়ারা অভিযোগ করে বলেন শামসুজ্জামান ও তার ছেলে আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে জোর জুলুম করে জমি দখল করতে চায়। জমির রেকর্ড এ তাদের কোন অংশ নাই।
কাপাসিয়া থানার এসআই রাশেদ জানান এ ব্যাপারে উভয় পক্ষের ৩টি অভিযোগ রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাধানের ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

গাজীপুর কথা