ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ১৭:০৩, ১৪ অক্টোবর ২০২১

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। সীমানা  নির্ধারনসহ নানা জটিলতার কারণে ১০ বছর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর)  দুপুরে কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন ও ১০ টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
ইউনিয়নগুলি হচ্ছে, মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া, চাপাইর, সূত্রাপুর, ঢালজোড়া ও আটাবহ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার করার শেষ দিন ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠেয় হবে আগামী ২৮ নভেম্বর।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামছুজ্জামান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর কথা