ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে প্রচারপত্র বিতরণ

প্রকাশিত: ১১:৫৪, ১৪ অক্টোবর ২০২১

শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে প্রচারপত্র বিতরণ

‘মহাসড়ক থ্রি-হুইলারের জন্য নয়, এতে দুর্ঘটনা ও জীবনের ক্ষতি হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে প্রচারপত্র বিতরণ এবং বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার সিএনজি অটোরিকশা, নসিমন-করিমন, ভটভটি, ইজিবাইক, লেগুনাসহ যে কোনো ধরনের থ্রি হুইলার চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। তাই মহাসড়ককে নিরাপদ করতে অবৈধ থ্রি হুইলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে না চালানোর জন্য জনগণকে সচেতন করার চেষ্টা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
এই কার্যক্রম চলমান এবং নিষিদ্ধ যান চালকদের অবগতির জন্য প্রচার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গাজীপুর কথা