ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পূবাইল এলাকায় এক যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৭:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২১

পূবাইল এলাকায় এক যুবক হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দুই বছর আগে তুচ্ছ ঘটনার জেরে গাজীপুরের পুবাইল থানা এলাকায় এক যুবক হত্যা মামলার পলাতক আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার র‍্যাব-১ অভিযান চালিয়ে আসামি মানিক মিয়াকে (৪৪) গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে।
র‍্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান, ২০১৯ সালের ১৯ মে গাজীপুর সদর থানাধীন পশ্চিম ধীরাশ্রম এলাকায় জনৈক খোরশেদের দোকানের সামনে স্থানীয় আব্দুস সোবাহানের ছেলে সাজু আহম্মদের সঙ্গে রিকশা-অটোরিকশার সিরিয়াল নিয়ে ঝগড়া হয়। পরদিন মানিক মিয়া অটোরিকশার যাত্রী সেজে সাজু আহম্মদের অটো ভাড়া নেয় গাজীপুর মহানগরীর পূবাইল থানার ডেমোরপাড়া এলাকায় হাজী কালা মিয়াগংদের বিলের নিচু জমিতে গিয়ে ভিকটিম সাজু আহাম্মদকে (২৩) হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই বছরের ২৪ মে পুবাইল থানায় একটি হত্যা মামলা হয়। হত্যা মামলার আসামি হওয়ার খবর পেয়ে মানিক কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপোত এলাকায় দীর্ঘদিন দিনমজুরের কাজ করে আত্মগোপনে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তি গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা বৃহস্পতিবার প্রথম প্রহরে মানিককে গ্রেপ্তার করে।
এছাড়াও ২০১৪ সালের ২৭ জুলাই ময়মনসিংহের নান্দাইল থানাধীন আমোদপুর গ্রামের বাসিন্দা মানিকের সঙ্গে শফিকুল ইসলামের টাকা পয়সার লেনদেন নিয়ে কলহ হয়। এ ঘটনায় মানিক মিয়ার স্থানীয় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যা করে। এ ব্যাপারে নান্দাইল থানায় মানিকের বিরুদ্ধে মামলা হয়। এ মাসলায়ও মানিক পলাতক আসামি ছিলেন।

গাজীপুর কথা