ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে গাড়ি চালকদের সাথে হাইওয়ে থানা পুলিশের সচেতন মূলক সভা

প্রকাশিত: ১৫:৩২, ২২ আগস্ট ২০২১

কালিয়াকৈরে গাড়ি চালকদের সাথে হাইওয়ে থানা পুলিশের সচেতন মূলক সভা

‘সাবধানে চালাবো গাড়ি’ নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগাণকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি, অটো, টেম্পু, মিশুক, গাড়ির চালকদের সাথে বিভিন্ন জায়গায় সচেতন মূলক সভা করেছে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, জিরানী, কবিরপুর, বাড়ইপাড়া, সফিপুর, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক এর নের্তৃতে এ জনসচেতন মূলক সভা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টি.আই শাহাদাৎ, এস. আই তালেব।
সালনা কোনাবাড়ী থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, সরকারী নির্দেশ অনুযায়ী মহাসড়কে সিএনজি, অটো, টেম্পু, মিশুক এসব তিন চাকার যানবাহন চলাচল নিষেধ। আপনার দয়া করে মহাসড়কে উঠবেন না, দুর্ঘটনা ঘটাবেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনাদের জন্য রাস্তায় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা সবাই সচেতন হন, আপনারা সার্ভিস লাইন ও শাখা-প্রশাখা রাস্তায় গাড়ি চালাবেন।

গাজীপুর কথা