ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় সরকারি নির্দেশনা না মানায় হাটের ইজারাদার কে জরিমানা

প্রকাশিত: ১৪:২৭, ৬ জুলাই ২০২১

কাপাসিয়ায় সরকারি নির্দেশনা না মানায় হাটের ইজারাদার কে জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় গরুর হাটের ইজারাদার কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মোসা. ইসমত আরা জানান, স্বাস্থ্যবিধি তথা সরকারি নির্দেশ না মেনে উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে গরুর হাট পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে গরুর হাটের ইজারাদার মোহাম্মদ মজিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনা করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ইজারাদার কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর কথা