ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত: ১৪:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। এ বছর প্রায় ৮০ জন বিশেষজ্ঞ ডাক্তার দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন।

সোমবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। 

এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পস’র প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পস’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি নাসরিন বেগম। 
এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পস’র নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন ও আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গাজীপুর কথা

আরো পড়ুন