ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাশিয়াকে থামাতে নিজেদের অর্থনীতির ক্ষতির মুখে ফেলেছে ইইউ

প্রকাশিত: ২৩:৪৫, ৩১ মে ২০২২

রাশিয়াকে থামাতে নিজেদের অর্থনীতির ক্ষতির মুখে ফেলেছে ইইউ

রাশিয়াকে থামাতে নিজেদের অর্থনীতির ক্ষতির মুখে ফেলেছে ইইউ

সোমবার ব্রাসেলসে স্থানীয় সময় রাতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হওয়ার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। তবে হাঙ্গেরির কারণে পুরোপুরি নিষেধাজ্ঞা দিতে পারেনি অর্থনৈতিক ব্লকটি।

তবে রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেওয়ার পর পরই বিশ্ব বাজারে বেড়ে গেছে তেলের দাম। 

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট অশোধিত তেলের দাম ১২৩ ডলার ছুঁয়েছে। গত দুই মাসের মধ্যে যা সর্বোচ্চ। 

তেল ও গ্যাসের দাম গত কয়েক মাসে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তা আরও বেড়েছে। গত বছরের তুলনায় ব্রেন্ট অশোধিত তেলের দাম ৭০ ভাগ বৃদ্ধি পেয়েছে। 

ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ তেল আমদানি করে তার ২৭ ভাগ আসে রাশিয়া থেকে। অন্যদিকে রাশিয়া থেকে নিজেদের চাহিদার ৪০ ভাগ গ্যাস আনে তারা। 

আর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার খবর আসার পরই বেড়ে গেছে তেলের দাম। 

এজে বেলের ইনভেস্টমেন্ট ডাইরেক্টর রাস মোল্ড বলেছেন, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে কারণ ইউরোপের দেশগুলোর এখন তেলের জন্য বিকল্প উপায় খুঁজতে হবে।

ইতিমধ্যে সবকিছুর দাম বৃদ্ধির কারণে ইউরোপের অন্য দেশগুলো রাশিয়ার ওপর পরবর্তীতে আরও নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে অপরাগত প্রকাশ করছে। 

সূত্র: বিবিসি