ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

তৃষ্ণার্ত পাখিকে পানি পান করে প্রাণ ফিরালেন, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৫:৩৩, ২১ মে ২০২২

তৃষ্ণার্ত পাখিকে পানি পান করে প্রাণ ফিরালেন, ভিডিও ভাইরাল

চরম তাপপ্রবাহে নাজেহাল পরিস্থিতির সম্মুখীন একটি তৃষ্ণার্ত ছোট্ট পাখিকে পানি করিয়েছেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। 

ভারতের ছত্তিসগড়ের আইএএস কর্মকর্তা অনিশ সরণ সোশ্যাল মিডিয়ায় ঐ ভিডিওটি পোস্ট করেছেন। মুহূর্তেই এতে লাইক ও কমেন্টেস এর ‘বন্যা’ বইয়ে যায়।

ঐ ভিডিওতে নেটিজেনরা পাখিকে এভাবে পানি পান করানো ব্যক্তির প্রশংসায় মেতেছেন। এতে দেখা যায়, তপ্ত রোদে পিচঢালা রাস্তার মাঝখানে বসে হাসফাঁস করছে পাখিটি। এ সময় বোতলের ক্যাপে পানি ঢেলে পাখিটির সামনে এগিয়ে ধরেন ঐ ব্যক্তি।

আর তাতেও পাখিটি পানি পান করতে না পারলে একপর্যায়ে তার মুখে কিছুটা পানি ঢেলে দেওয়া হয়। এবার পাখিটি যেন প্রাণ ফিরে পায়। পাখিটি পানি পান করার সঙ্গে সঙ্গেই সতেজ হয়ে উঠে। মুহূর্তেই দাঁড়িয়ে যায়। মনে হয় যেন প্রাণ ফিরে পেল!

ঐ ভিডিওতে একজন মন্তব্য করেছেন, এটাই মানবতা। আরেকজন লিখেছেন, এজন্যই গাছ দরকার। আরেক জনের মন্তব্য, হৃদয় ছুঁয়ে গেল। সূত্র: এনডিটিভি।

ভিডিওটি দেখতে <<<<এখানে>>>> ক্লিক করুন।

গাজীপুর কথা