ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ব্যক্তিগত ভিডিও ফাঁস, আইনি ব্যবস্থা নেবেন তিশা

প্রকাশিত: ২০:৫২, ১ জুন ২০২৩

ব্যক্তিগত ভিডিও ফাঁস, আইনি ব্যবস্থা নেবেন তিশা

ব্যক্তিগত ভিডিও ফাঁস, আইনি ব্যবস্থা নেবেন তিশা

বিনোদন ভুবনের তারকাদের নিয়ে বরাবরই মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। সাম্প্রতিক সময় রুপালি পর্দার তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আবার সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

সোমবার (২৯ মে) মধ্যরাতে হঠাৎই চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ‘বন্ধুত্বময় আড্ডার’ ছবি ও ভিডিও ক্লিপ।

ভিডিও এবং ছবিতে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে তিন অভিনয়শিল্পীকে। কথাবার্তায়ও ছিল অসংলগ্নতা। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা থেমে নেই।

এ ঘটনায় ইতোমধ্যে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ এবং তার স্ত্রী পরীমনি বিষয়টি নিয়ে যার যার অবস্থানের কথা জানিয়েছেন। কিছুটা দেরিতে হলেও এবার এ বিষয়ে মুখ খুলেছেন তানজিন তিশাও। বর্তমান এ অভিনেত্রী রয়েছেন যুক্তরাষ্ট্রে ব্যজক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁসের ব্যাপারে বুধবার (৩১ মার্চ) রাত ১০টার পর ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিশা।

ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তানজিন তিশা বাকিদেরও হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি দেশে ফিরেই ছোটপর্দার এ অভিনেত্রী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। তবে এসব ছাপিয়ে তিশার বক্তব্যে এটুকু স্পষ্ট, ঘটনার প্রতিক্রিয়ায় রাজের নির্লিপ্ত বক্তব্যে তিনি অবাক এবং ক্ষুব্ধ।

ঘটনায় প্রতিক্রিয়া জানাতে দেরি হওয়ার কারণ উল্লেখ করে তানজিন তিশা জানান, দুটি শোয়ে অংশ নেওয়ার কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশের সঙ্গে সেখানকার সময়ের রাত-দিন পার্থক্যের কারণে ঘটনা নিয়ে খুব বেশি জানার সুযোগ হচ্ছিল না। এ কারণেই তার প্রতিক্রিয়া দেরিতে এসেছে।

ফেসবুক পোস্টে তিশা বলেন, বিষয়টি দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যাক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করি না।

তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলবো, ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ।

ব্যক্তিগত জীবন আর পেশাগত অবস্থানকে আলাদা করে রাখার আহ্বান জানিয়ে তিশা বলেন, আপনাদের ভালবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না; তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।

পুরো ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এ টিভি অভিনেত্রী। তার ভাষ্যমতে, কিছু গণমাধ্যমে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’- এরকম কথা লেখা হচ্ছে। এটা অনুচিত এবং বর্জনীয় বলে অভিমত তার।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিশা বলেন, একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সুতরাং যার আইডি বা যিনি এটি আপ করেছেন, বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি।’

তিনি আরো বলেন, ইতোমধ্যেই অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে, কে বা কারা এ অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যাক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।

পুরো ঘটনাতেই শরিফুল রাজের ভূমিকা ছিল নির্লিপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু দুঃখপ্রকাশের মাধ্যমে দায়সারা কাজের কারণে রাজের ওপর ক্ষোভ প্রকাশ করে তিশা বলেন, শরিফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুললো সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কি তোমার না? কারণ তুমিই তো বলেছো, তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছো? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছো না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না? যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেবো, তবুও রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি।

সবশেষে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, তানজিন তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং এই পৃথিবীতে যত দিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।