ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শূন্য আসনে ভর্তিতে লটারির তথ্য এন্ট্রি শেষ আজ

প্রকাশিত: ২১:০১, ১৭ অক্টোবর ২০২৩

শূন্য আসনে ভর্তিতে লটারির তথ্য এন্ট্রি শেষ আজ

ছবি- সংগৃহীত

২০২৪ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনে তথ্য এন্ট্রি চলছে। টেলিটকের নির্ধারিত লিংকে প্রবেশ করে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে পারছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তিতে স্কুলের শূন্য আসনের তথ্য এন্ট্রি করা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্য তথ্যাদি ১০ থেকে ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd-এ প্রবেশ করে টেলিটক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।