ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টিএইচই র‌্যাংকিংয়ে সেরা তিনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:০২, ৩০ এপ্রিল ২০২২

টিএইচই র‌্যাংকিংয়ে সেরা তিনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অবদানের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। র‍্যাঙ্কিং এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সেরা তিনে অবস্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরেই অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়া দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)।বিশ্বব্যাপী এক হাজার ছয়শত বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন (টিএইসই)। এ র‍্যাঙ্কিং এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইম্পাক্ট র‍্যাঙ্কিং ক্যাটাগরিতে বিশ্বের মধ্যে ৮০০-১০০০ এর মধ্যে অবস্থান করছে। টেকসই উন্নয়নের ১৭টি ক্যাটাগরির মধ্যে ১৭ টি তেই অংশগ্রহণ করে ৫৩.৭০ পয়েন্ট অর্জন করে যবিপ্রবি।

এ বিষয়ে যবিপ্রবির ইমপ্যাক্ট র‌্যাংকিং কমিটির সদস্য সচিব ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ১৭টি বিষযের উপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়। দিনদিন যবিপ্রবি এই ১৭টি লক্ষ্যমাত্রা পূরণে অনেক এগিয়ে যাচ্ছে, সামনের দিনগুলোতে আরও উন্নয়ন সম্ভব হবে। তিনি জানান, সামনের মাসেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং এ যবিপ্রবির অবস্থান জানা যাবে। এই দুটি র‌্যাংকিং-এর সমন্বয়ে আগামী বছর বিশ্ব র‌্যাংকিংয়ে যবিপ্রবির অবস্থান জানতে পারবো।

ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২২-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির তৃতীয় অবস্থানে কিভাবে উঠে এলো এ বিষয়ে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বে যবিপ্রবি একটি ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছে। একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসাবে অনেক কিছুই আমাদের নেই, সেইগুলো পূরণ করা নিয়ে আমরা কাজ করছি। একটি বিশ্ববিদ্যালয় হিসেবে কিছু আন্তর্জাতিক আইন থাকতে হয়, সেগুলো নিয়েও যবিপ্রবি কাজ করছে।

যখন যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চালু হবে, শিক্ষার্থীদের কার্যক্রম আরও বাড়বে, যার প্রভাব বিশ্ব র‌্যাংকিংয়ে দেখা যাবে। তবে সাম্প্রতিক বছরে আমাদের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে গবেষণায়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে। যবিপ্রবি পরিবার ঐক্যবদ্ধভাবে কাজ করলে আশা করি, আগামী তিন বছরে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি আত্মপ্রকাশ করবে।

গাজীপুর কথা