ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভোলায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৪ হাজারে

প্রকাশিত: ২১:২২, ৩ আগস্ট ২০২৩

ভোলায় এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৪ হাজারে

সংগৃহিত ছবি

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পরা একটি ইলিশ বিক্রি হয়েছে ৪ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে দিকে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মো. জামাল শিকদার নামে এক ব্যাক্তি।

নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে স্থানীয় জামাল মাঝি ও তার সঙ্গী মাঝিরা নাজিরপুরের দেবীরচর এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। ওই সময় অন্য মাছের সঙ্গে তাদের জালে ২ কেজি ২০০ গ্রামের রাজা ইলিশটি উঠে আসে। পরে জামাল মাঝি বৃহস্পতিবার সকালে নাজিরপুর ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে জামাল শিকদার নামে একজন সেটি ৪ হাজার ৬০০ টাকা দাম হাঁকিয়ে কিনে নেন।

তিনি আরও বলেন, মাছটির পেটে ডিম থাকায় এই দামে বিক্রি হয়েছে। ডিম না থাকলে আরও বেশি দামে বিক্রি হতো। কারণ, বড় সাইজের ইলিশের চাহিদা অনেক বেশি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ দাবি করেন, তাদের বিগত নিষেধাজ্ঞাগুলো সফল হওয়ায় নদীতে এখন বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা।