ঢাকা,  বুধবার  ১৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভারতের বিপক্ষে হার, ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক

প্রকাশিত: ০০:২৭, ২৯ এপ্রিল ২০২৪

ভারতের বিপক্ষে হার, ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক

ফাইল ছবি

ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হেরে গেল বাংলাদেশ। ১৪৬ রানের টার্গেট তাড়ায় ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হেরে যায় ম্যাচে ৪৪ রানে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে দলের হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন অধিনায়ক নিগার। 

তিনি বলেন, ‘যখন আপনি ১৪০-এর বেশি রান তাড়া করছেন, পাওয়ার প্লেতে আপনাকে রান করতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে রান করতে পারেনি। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। তবে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’ 

তিনি আরও বলেন, ‘ভারত যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ১৫০ পেরোবে। তবে (আমাদের) বোলাররা শেষের পাঁচ ওভার দারুণ বোলিং করেছে। আমার মতে, আমাদের এখানে থেকে এটা ইতিবাচক দিক হিসেবে নিতে হবে পরের ম্যাচের জন্য।’