ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রধান অতিথি না হয়ে ফুটবল খেলতে পছন্দ করেন মাশরাফি

প্রকাশিত: ২২:২৯, ১৬ জুলাই ২০২৩

প্রধান অতিথি না হয়ে ফুটবল খেলতে পছন্দ করেন মাশরাফি

সংগৃহিত ছবি

নিজে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হলেও ফুটবলের ভক্ত মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে নিজের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানসহ খেলাধুলায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে হয় নড়াইল এক্সপ্রেসকে। নিজের নির্বাচনী এলাকা নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাশরাফি।

তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা ফুটবল একাদশ ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

তিনি জনান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার চেয়ে মাঠে নেমে ফুটবল খেলতেই পছন্দ করেন।
ম্যাচে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন মাশরাফি।

মাশরাফি আরো বলেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে চাই। এ ফাউন্ডেশনের মাধ্যমে খেললোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে নড়াইলের সাতজন ফুটবলার বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি পেয়েছে।

রবিবার (১৬ জুলাই) বিকেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়। দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কার্তিক দাস।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু, মাশরাফির পিতা গোলাম মোর্তজা স্বপন, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল ইসলরাম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল।