ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শিশুদের হাতে মোবাইল ফোন না দেয়ার পরামর্শ মাশরাফীর

প্রকাশিত: ২০:৪৬, ২০ মার্চ ২০২৩

শিশুদের হাতে মোবাইল ফোন না দেয়ার পরামর্শ মাশরাফীর

নড়াইল সদর উপজেলাধীন চাঁচড়া নফেল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা কোমলমতি শিশুদের হাতে মোবাইল ফোন না দেয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনের কুপ্রভাব থেকে মুক্ত রাখতে তাদের হাতে এটি দেবেন না।’

সোমবার (২০মার্চ) দুপুরে নড়াইল সদর উপজেলাধীন চাঁচড়া নফেল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাশরাফী এ পরামর্শ দেন।

এ সময় মাশরাফী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়াও জরুরি।

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মাশরাফী ভবিষ্যৎ প্রজন্মের উন্নত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ উন্নত নানা সুযোগ সুবিধা নিশ্চিতের মধ্য দিয়ে নড়াইলকে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে মাশরাফী নিজ কার্যালয়ে কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।