ঢাকা,  সোমবার  ২০ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিমান বিধ্বস্ত: নিহত পাইলট আসিমের জানাজা সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৭, ১০ মে ২০২৪

বিমান বিধ্বস্ত: নিহত পাইলট আসিমের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নিহত হন স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ।

রাতে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। জাওয়াদের জানাজায় অংশ নেন সেনা, বিমান, নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ আরো অনেকে। 

জাতীয় পতাকায় জড়ানো জাওয়াদের মরদেহের সামনে অশ্রুসিক্ত চোখে দোয়া চান বাবা ডা. মো. আমান উল্লাহ। জানাজা শেষে জাওয়াদের মরদেহ এখন গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুরে নেয়া হচ্ছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যু হয়।