ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না: মতিয়া চৌধুরী

প্রকাশিত: ১১:৪৬, ১৯ অক্টোবর ২০২৩

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না: মতিয়া চৌধুরী

.

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নকলা উপজেলার বারমাইস্যা উচ্চ বিদ্যালয় মাঠে এক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে তিনি এ কথা বলেন। 

উপনেতা আরও বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। কারণ তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করেন’ গবেষণায় এমন তথ্য আসার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। সারাদেশে যোগ‍্য প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই বিএনপির। তাই তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সমাবেশে নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম‍্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব‍্য রাখেন।

এদিন মতিয়া চৌধুরী ১২ প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৬ ও এবতেদায়ী মাদ্রাসার ৩৬৬ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করেন। এ ছাড়া, মসজিদ-মন্দির ও গির্জার ৩০০ ধর্মীয় নেতার হাতে একটি করে কম্বল তুলে দেন তিনি।