ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন কণ্ঠশিল্পী মমতাজ

প্রকাশিত: ২৩:৩৫, ৬ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন কণ্ঠশিল্পী মমতাজ

ছবি: ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

গত বুধবার (৪ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ উপকমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক। সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে। উপ-কমিটিতে ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৯ জন মন্ত্রী ও ৫ জন এমপি রয়েছেন। উপ-কমিটিতে সদস্য রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।

মমতাজ বেগম বলেন, যেকোনো পদই দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমাকে এ পদে নির্বাচিত করার জন্য কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এ পদের দ্বায়িত্ব পালন করব।