ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিশ্বকাপের আনন্দে বাগেরহাটে র‌্যালিতে ক্রিকেটার রুবেল হোসেন

প্রকাশিত: ১৯:৪০, ৬ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের আনন্দে বাগেরহাটে র‌্যালিতে ক্রিকেটার রুবেল হোসেন

সংগৃহিত ছবি

বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার ছোঁয়া লেগেছে বাগেরহাটে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে বাগেরহাটের ক্রিকেটভক্ত রাজু আহমেদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগেরহাটের ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ায় তা নতুন মাত্রা পায়।

শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের রুপা চৌধুরী পার্কে কয়েকশ’ ক্রিকেটভক্ত বাংলাদেশ দলের জার্সি পরে দেশের পতাকা হাতে নিয়ে জড়ো হতে থাকেন। বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরবাইক ও পায়ে হেঁটে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে ভালো করবে সেই প্রত্যাশা বাগেরহাটের ক্রিকেট ভক্তদের। তারা বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ক্রিকেট ভক্ত শাওন পারভেজ বলেন, দলের সমর্থনে আজ আনন্দ র‌্যালি করলাম। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপে ভালো করবে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ হবে আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল শুভ সূচনা করবে সেই প্রত্যাশা বাগেরহাটের ক্রিকেট ভক্তদের।

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ দলের প্রতি আমার দুর্বলতা রয়েছে। দলের প্রতি আমার শুভকামনা থাকবে। দেশের প্রতি সবার একটা ভালবাসা আছে বলেই তরুণরা আজ এখানে সমবেত হয়েছে। বিশ্বকাপে এবছর আমাদের দলের একটা ভালো সুযোগ রয়েছে। শুরুটা যদি ভালো করতে পারি, বিশেষ করে ব্যাটসম্যানরা তাহলে বিশ্বকাপ খেলাটা এবার ভালো হবে। এ বছর বোলিং সাইডে কনফিডেন্স অনেক বেশি। এ যাবৎকালের সবচেয়ে ভালো বোলিং ডিপার্টমেন্ট এবারের বিশ্বকাপে খেলছে।

পরে রুপা চৌধুরী পার্কে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।