ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টাঙ্গাইলে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশিত: ১৬:১২, ৩ অক্টোবর ২০২৩

টাঙ্গাইলে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

.

টাঙ্গাইল শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার(৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিতরা হচ্ছেন, টাঙ্গাইল শহরের কালিপুর এলাকার নগা কর্মকারের ছেলে উদয় কর্মকার (৩৫), বেড়াডোমা এলাকার পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), সদর উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হোসেন মিয়া (২৯) ও বেলটিয়া বাড়ী গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. ফজলু (৪২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিলো। আজ (মঙ্গলবার) এমন তথ্য পেয়ে ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। উদয় কর্মকারকে এক বছর ও বাকি তিন জনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। 

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।