ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

প্রকাশিত: ১৫:২৫, ১ অক্টোবর ২০২৩

স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন বেগম রিক্তা (৩৬) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাদারেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিক্তা মাদারেরচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওই এলাকার আল-আমিনের স্ত্রী।

জানা যায়, মাদারেরচর এলাকায় ওই স্কুল শিক্ষিকার স্বামীর একটি দোকান আছে। স্কুল চলাকালে তিনি স্বামীর সঙ্গে দেখা করতে অটোরিকশাযোগে ওই এলাকায় যান। এ সময় অটোরিকশা থেকে নামার সময় আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদারেরচর হচ্ছে বকশীগঞ্জ উপজেলার শেষ এবং দেওয়ানগঞ্জের শুরু। মূলত অটোরিকশা থেকে নামতে গেলে আরেকটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।