ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চুয়াডাঙ্গায় ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৬:৪৪, ৩০ আগস্ট ২০২৩

চুয়াডাঙ্গায় ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

আবু সুফিয়ান মোল্লা ও দীপক কুমার রায়

চুয়াডাঙ্গার দামুড়হুদার ইজিবাইক চালক জহুরুল ইসলামকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে দুই বছরের কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে দুইজন আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁওয়ের মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দীপক কুমার রায় ও গোপালগঞ্জের গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।