ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ

প্রকাশিত: ০৭:৪৫, ১৫ এপ্রিল ২০২১

শ্রীপুরে বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ

গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামে বনের জায়গায় তৈরি করা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে এক অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বনের এক একর জায়গা উদ্ধার হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর বিট কর্মকর্তা সজীব মজুমদার।

বিট কর্মকর্তা জানান, কেওয়া গ্রামে বনের এক একর জায়গা দীর্ঘদিন বেদখলে ছিল। সেই জায়গায় লিচুবাগান ও স্থাপনাও তৈরি করা হয়। সম্প্রতি বনের জায়গায় অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে বনের জমি শনাক্ত করার কাজ শুরু করা হয়। জমি চিহ্নিত হওয়ার পর বুধবার দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সেখানে অভিযান চালানো হয়। বন বিভাগের কর্মীদের নিয়ে বনের জায়গায় অবৈধভাবে তৈরি করা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে এক একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে। সেখানে বনায়ন করা হবে। এছাড়া, স্থাপনা তৈরি ও জমি অবৈধ দখলে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গাজীপুর কথা