ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মাত্র ১০ টাকায় খুলনায় ই-মোটরবাইক সার্ভিস!

প্রকাশিত: ১৫:৩৭, ৩ মার্চ ২০২১

মাত্র ১০ টাকায় খুলনায় ই-মোটরবাইক সার্ভিস!

খুব বেশি না; মাত্র ১০ টাকায় পাবেন মোটরবাইক। খুলনার নগরবাসীর জন্য পরীক্ষামূলক এই সেবা চালু হয়েছে। যার পেছনে কারিগর তিনজন।
নির্ধারিত ফি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন পরে ভাড়া পরিশোধ করে নিতে হয় ই-বাইক। খুলনা নগরীর সাতরাস্তা মোড় থেকে শিববাড়ি রুটে প্রাথমিকভাবে চালু হয়েছে এ সেবা। যা মিলছে মাত্র ১০ টাকায়।

প্রথমবার ২০ টাকা দিয়ে মোবাইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরে করতে হয় রেজিস্ট্রেশন। এছাড়া আধঘণ্টা ও এক ঘণ্টার প্যাকেজেও এই ই-বাইক সেবা নিতে পারবেন নিবন্ধনকৃতরা।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ সার্ভিস সাড়া ফেলেছে এরইমধ্যে। রেজিস্ট্রেশন করেছেন ৮ শতাধিক। চুরি ঠেকাতে ব্যাটারিচালিত এই ই-বাইকে ব্যবহার করা হয়েছে নিয়ন্ত্রক সফটওয়্যার।

এই ই-বাইক সার্ভিসের উদ্যোক্তা তিনজন। তাদের টিমে আছেন আরও ৬ শিক্ষার্থী। আর বর্তমানে বাইক আছে ৮টি।

গাজীপুর কথা