ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জানা গেল চাঁদের বয়স ও সৃষ্টির রহস্য

প্রকাশিত: ১৪:০৫, ১৮ জুলাই ২০২০

জানা গেল চাঁদের বয়স ও সৃষ্টির রহস্য

চাঁদের বয়স কত? ধারণা করা হয়, চাঁদের বয়স ৪৫১ কোটি বছর। বই-পুস্তকেও এমনটাই লিখা থাকে। কিন্তু এ তথ্যকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক গবেষণা। নতুন তথ্যে, ধারণার চেয়ে চাঁদের বয়স সাড়ে ৮ কোটি বছর কম।
জার্মান অ্যারোস্পেস সেন্টারের বিজ্ঞানিরা নতুন এ তথ্য জানিয়েছেন। তাদের দাবি, ৪৪২ কোটি বছর আগে চাঁদ গঠিত হয়।

নতুন গবেষণায় জানা গেছ, মঙ্গলগ্রহের সমান একটি গ্রহ থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে চাঁদ সৃষ্টি হয়। সে সময় পুরো চাঁদজুড়ে তৈরি হয় মাগমা নামের একটি মহাসাগর। এই মাগমা মহাসাগর শুকাতে কতো বছর লাগে তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা।

গবেষণার কাজে কম্পিউটারে ম্যাথমেটিকাল মডেল ব্যবহার করছিলেন তারা। আগে ধারণা করা হত, মাগমা সাড়ে ৩ কোটি বছরের মধ্যে শুকায়। তবে নতুন গবেষণায় জানা যায়, মাগমা শুকাতে ২০ কোটি বছর সময় লেগেছিল।

চাঁদ সৃষ্টি হওয়ার পরপরই মাগমা যখন গঠিত হয়। ফলে মাগমা সমুদ্রের সূত্র ধরেই বের হয়ে আসে চাঁদের আসল বয়স।

গাজীপুর কথা