ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কয়েকজন বাংলাদেশি পেলেন ‘ফুড ফটোগ্রাফার’ পুরস্কার

প্রকাশিত: ১৩:৩৪, ১১ মে ২০২০

কয়েকজন বাংলাদেশি পেলেন ‘ফুড ফটোগ্রাফার’ পুরস্কার

ছবি হতে হবে খাবার বিষয়ক। প্রতিযোগিতায় এ বছর জমা পড়েছে ৭০টি দেশের প্রায় ৯০০০ ছবি। সেখান থেকেই প্রতি বিভাগে তিনজনকে পুরষ্কৃত করা হয়। এ বছর কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশি আলোকচিত্রীরা।

বলছিলাম ইংল্যান্ডের ফুড অ্যাওয়ার্ডস কোম্পানির আয়োজনে ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার কথা। ২০১১ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৭৭টি দেশ থেকে ৬০ হাজারের বেশি ছবি জমা পড়েছে। দেখে নিন ২০২০ সালে পুরষ্কার জয়ী বাংলাদেশি আলোকচিত্রীদের ছবি—

খাবারের জন্য দাঁড়িয়ে থাকা রোহিঙ্গা শিশুদের এই ছবিটি তুলেছেন কেএম আসাদ৷ ২০২০ সালের ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার ‘পলিটিক্স অব ফুড’ বিভাগে এটি প্রথম হয়েছে৷ এছাড়া ‘ওয়ার্ল্ডস বেস্ট ফুড ফটো অ্য়াওয়ার্ড’ও জিতেছে এটি৷

এক ব্যক্তি দর কষাকষির জন্য বাজারে অপেক্ষা করছেন৷ জেয়াবল হকের এই ছবি ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম স্টোরি টেলার্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ বিভাগে প্রথম হয়েছে৷

ফুড ফর সেলিব্রেশন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে আজিম খান রনির এই ছবিটি। নারায়ণগঞ্জের বারদীতে সনাতন ধর্মাবলম্বীদের রাখের উপবাস অনুষ্ঠানে তিনি ছবিটি তোলেন।

ট্রেনের ছাদে কাঁঠাল নিয়ে যাওয়ার এই ছবির জন্য ব্রিং হোম দ্য হারভেস্ট বিভাগে উচ্চ প্রশংসা পেয়েছেন আলোকচিত্রী জাকিরুল মাজেদ কনক।

 

গাজীপুর কথা

আরো পড়ুন