ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:২১, ২৪ আগস্ট ২০২০

কাপাসিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় গাঁজা সেবনের দায়ে ১ যুবককে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হলো- উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের ফটিক মিয়ার ছেলে আফসার (২৬)।

রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাপাসিয়া অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ২ হাজার টাকা করে অর্থদণ্ডে দন্ডিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রোববার দুপুরে অভিযান চালাই। এ সময় কাপাসিয়া উপজেলার রাওনাট হারুনের ইটভাটার পাশে গাঁজা সেবন করে এবং মাদক সেবন করে মাতলামো করার অপরাধে মাদকসেবীকে আটক করি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ম ও ১০ম ধারা লঙ্ঘন করায় ৩৬(৫) নং ধারায় ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড শাস্তি প্রদান করা হয়।

গাজীপুর কথা